বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2015 11:15

পঞ্চলাইন

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                পঞ্চলাইন
এমদাদ শুভ্র
...............
1
পড়ার চেয়েও মানা উচিৎ খোদার কালাম
যথাযথ করা উচিৎ বিনয় সালাম 
চলছে জীবন ফাঁকির মতো
হালখাতারই বাকির মতো
বোঝা উচিৎ পেলাম নাকি সব হারালাম
...
2
পথের সাথে কেউ মেশেনা পথ না হলে
মতের সাথে কেউ মেশেনা মত না হলে
যায় মিশে কেউ তৈরী হয়ে
যায় মিশে কেউ বৈরী হয়ে 
ধ্বংস জীবন হয় গো শুধু সৎ না হলে
...
3
ধর্মের মূল তত্ত্বে আছে স্থির কে?
বাদবাকিরা ঢুকে গেছে শির্কে!
কালের বিবর্তনে
বেদআত আবর্তনে
যাচলে বোঝা যাবে আসল বীর কে।
...
4
কোন চরণের পরশ পেয়ে পাহাড় মরূ ধন্য হলি
অমৃতময় তৃপ্তিসূধা কোন সে নামের দরুদ বলি
বছর শত শত হাজার
সম্বল দীনহীন ও রাজার
চল চল চল মুহাম্মাদের পথ দেখানো পথেতে চলি
...
5
উচ্চারণের অর্থ বোঝা, বোঝার পরেই ভাব 
প্রেমের আসল মূল্য তখন এলওভিই লাভ 
উচ্চারণের তত্ত্ব না বুঝে
ভাবের মূলে সত্ত্ব না খুঁজে
চতুর্দিকে সবজান্তার আহামরি স্বভাব 
...
6
স্বর্ণমানব আবুবকর ওমর ওসমান আলীর দিল্
খুলেছিলো মরূর বুকে অন্ধ যুগের কপাটখিল
মুহাম্মাদের পরশ পেয়ে
দীনের আলো বিশ্ব ছেয়ে
জাগ্ মুসলিম সেই আলোতে কাঁপুক ত্রাসে খোদ্ আজাজীল
... 
7
অঙ্গহানি-বিকলাঙ্গ মূল সে প্রতিবন্ধী না
ছলচাতুরি ফন্দিফিকির এদের প্রতিদ্বন্দ্বী না
হায়রে বধির বোবা অন্ধ
বিবেচ্যহীন বিবেক মন্দ
সভ্য বিবেক দাও জানিয়ে দুরাচারে সন্ধি না
...
8
কতোবার বলেছি নাম ধরে ডাকবোনা আর
কতোবার বলেছি মনে মন রাখবোনা আর
কতোবার যে হেরে হেরে
বুঝেছি তোমাকে ছেড়ে
তুমি ছাড়া মিছে মায়া পৃথিবী আমার
...
9
কতদিন পর তোমার সাথে দেখা হলো পথে দীনা
তীর্থ তোমার গয়া কাশি আর আমার মক্কা মদিনা
খুশিতে তোমার চোখ ছলছল
এই দু’চোখেও তার অবিকল 
নজরে নজরে যুগান্তরের তৃষ্ণা মিটাইছিনা?
... 
10
দেশ নিয়ে ভাববার কতশত জ্ঞান লাগে
দেশ নিয়ে ভাবছেন কতজন আগে ভাগে
আমি শুধু গ্রামটাই ভাবি
গ্রামটায় বেঁচে থাকা দাবি
গ্রামটিকে সাজাতে আর কতো লোক লাগে?
...
11
চেতনাতে যার বায়ান্ন আর একাত্তরের বীজ-
দেখেশুনে রোজ রাখছো তো খোঁজ বিক্রি ফ্রি না লীজ?
গন্ধে গন্ধে রসুন পেঁয়াজ!
নাড়ছে আঙুল কেমন কে আজ?
কোটি ষোল এই মানুষের ভীড় করছে কি গিজগিজ?
...
12
একই রকম ডোরাকাটা এক বনে দুই বাঘ
নেই দু’টিতে বনিবনা শুধুই হিংসা রাগ
সব খাবো সব খাবো সুরে
হেলেদুলে ঘুরেঘুরে
অন্যটাকে বলতে থাকে বন থেকে তুই ভাগ
...
13
মা মেয়ে বোন আমার দেশে বিক্রি করে গাঁজা
দেশের আইন বড্ড কড়া তাদেরকে দেয় সাজা
নেপথ্যে কার মদদ ও হাত?
সন্ধি সুযোগ সবই খাত খাত!
কে জানেনা কোন্ খাতে আজ ব্যস্ত দেশের রাজা?
...
14
সাধুবেশ আছে জটাকেশ আছে ‘সাধু’ আসলে সাধু না
মনে মনে নানা স্বার্থ-বাহানা! তন্ত্র মন্ত্র যাদু না
ফন্দি ফিকির আরো কতো কী’র
বে-হিসাবী বীর নগদ-বাকির
প্রতিদান গুনে! তেলে জলে নুনে- বাটখারাটা দাদু না
...
15
রোজ ফজরে মুয়াজ্জিনের কণ্ঠে ভাসে আজানসুর
নামাজ উত্তম ঘুমের চেয়ে বোঝার আছে অনেক দূর
ঘুমন্তলোক নাশ করেনা অন্যকে
ঘুমন্তলোক ঠকায় না তো বন্যকে
হোক নামাজীর সফল নামায, নইলে বিপদ-স্বপ্নচুর! 
...
16
পিঠটা কুঁজো ঘাড়টা নিচু ছেলেমেয়ের কী হালচাল!
বিজ্ঞ এমন ধানের আগেই ফলায় যেনো সিদ্ধচাল!
স্কুলব্যাগ টানতে গিয়ে কুঁজো
পাম-ল্যাপটপে রাতদিন, কী খুঁজো?
জাতির মেরুদণ্ড সোজা, থাকছে তো গায় মাংস-ছাল?
...
17
রক্তার্জিত বর্ণমালা প্রতি শিশুর গলায়
রক্তার্জিত দেশেরমাটি প্রতি কদম চলায়
রক্তেরাঙা দিগন্তহীন আশা
অমূল্যধন সাহস-ভালোবাসা
স্মরণ রেখো- বীর বাঙালী রক্তে ফসল ফলায়!
...            
            
997 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2015 11:22
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.