এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2015 12:19

বিজয়ের গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হয়তো একদিন এই বাংলার পরে 
আজকের মতো এতো অন্ধকার থাকবেনা
গতিময় পৃথিবীর সাথে তাল মিলাতে
এগিযে যাবে আমাদের শিক্ষা সংস্কৃতি
নির্ভুল ব্যবহারে ভরে যাবে অপূর্ণ সব পৃষ্ঠা
স্বপ্নীল আলোয় পূর্ণতারা হাসবে অকপটে
জীবনে আসবে অন্য রকম উত্থান। 
সেদিন হয়তো আজকের মতোন 
এতো জড়তা থাকবেনা কারো প্রাণে
সত্যে ইতিহাসের আস্ফালনে
জেগে উঠবে ঘুমন্ত বিবেক
আবিষ্কারের মহা সৃষ্টিতে
নেচে উঠবে দামাল প্রাণ
সীমাবদ্ধতায় নামবে উল্লাসের বৃষ্টি।
সত্যে কৃষ্টির উৎপাদনের বদলে যাবে সব
দুর হয়ে যাবে যাতনার অন্ধকার 
সোনালী প্রভায় নাচবে বন্দী প্রাণ।
কাপুরুষেরা মরবে সত্যের বুলটে
মুক্তি পাবে ইতিহাস।
উড়বে পতাকা 
গাইবো সবাই 
বিজয়ের গান।            
            
958 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য