এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 18 ডিসেম্বর 2015 17:55

এখনো স্বপ্ন দেখি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এখনো স্বপ্ন দেখি
******* সুজন হোসাইন
*
নিশীথের গাঢ় অন্ধকারে---
উজ্জ্বল নক্ষত্রের ঝলমলে পথের শেষে
শিরীষের অথবা ছাইতনে ডালে---
পেঁচার ধূসর প্লাবিত চোখে
আমি এখনো দেখি ---
অন্ধকারের চঞ্চল উচ্ছ্বাসে ভেসে উঠে
শিশিরের ডানায় ভর করে
চুঁয়াল্লিশ বছর আগের স্বপ্ন !
বাংলার দিগন্ত বিস্তীর্ণ রৌদ্রের অঘ্রাণে
সোনালী হরিণের দুটি চোখে
উত্ক্ষিপ্ত হরিত্ প্রান্তরে
আমি এখনো স্বপ্ন দেখি---
সবুজ ঘাসের বুকে
কুয়াশার বাঁধা মাড়িয়ে
জীবনের দুর্দান্ত মত্ততায়
জ্বলে উঠে অনাবৃত লাল সূর্য ।
আমি এখনো দেখি---
নাম না জানা বীরাঙ্গনার চোখের
জলে আগামীর উজ্জ্বল সম্ভবনা !
আমি এখনো স্বপ্ন দেখি---
নির্ঘুম হাজারো মুক্তিসেনার চোখে
একটি সোনার বাংলার ।
*
17/12/15            
            
913 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য