শুক্রবার, 25 ডিসেম্বর 2015 22:55

ভবিতব্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ভবিতব্য 

ভবিষ্য নিয়ে ভাবি অবিশ্বাস্য শঙ্কা
ভুতুড়ে অন্ধকার ভবিতব্য
মননশীল আঁতুড় ঘরে বসবাস?
তাবৎ জগৎ জন্ম জন্মান্তর
এগিয়ে যাচ্ছে ধরণী ধরা তলে
শূন্যে ভাসমান কুয়াশার মাঝে
হাতড়ে বেড়াই শত বর্ষের পর
জাগতিক দিকনির্দেশনা....
মানুষে মানুষে ভরে যাবে
তাবৎ দুনিয়া....

বেড়ে যাবে মুনুষ্য রূপী হায়েনা
রক্তচোষা হায়েনা খুবলে নেবে
হাড় মাংস হৃৎপিন্ড কলিজা
অর্থের বিনিময়ে চলবে বিকিকিনি
অসহায় পাবে না সহায়
অর্থ প্রাচুর্য 
নিত্য নিত্য জ্বলবে চিতায় 
বাতাসে ভেসে আসবে
পোড়া মাংসের ঘিন ঘিন গন্ধ
ধূপ কিংবা সুগন্ধি হেরে যাবে
হারিয়ে যাবে চেতনা মূল্যবোধ...
ভালোবাসার লেশমাত্র থাকবে না
হিংসা প্রতিহিংসা পরায়ণ হবে
ঘরে ঘরে নেমে আসবে
অন্ধকার অমানিশা....
থাকবে না ভ্রাতৃত্ব মাতৃত্ব বন্ধন
চারদিকে ভেসে আসবে ক্রন্দন
এ নিয়ে সময়ের অপেক্ষা 
না করে এখনই দুর্ভেদকে
জয় করা প্রয়োজন....
এটি একার পক্ষে সম্ভব নয়
এগিয়ে আসতে হবে সকলের
জয় হোক মানুষের
জয় হোক বিশ্ব মানবতার।            
            
821 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক QFxyNhq বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 19:18 লিখেছেন QFxyNhq

    So she thinks my original right shoulder issue was probably due to immobility and differences in my sleeping position after surgery, plus the chemo harming both joints and muscles more and more with each treatment buy cialis online uk Sertoli cell proliferations of the infantile testis an intratubular form of Sertoli cell tumor

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.