এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 26 ডিসেম্বর 2015 00:03

একটি চিঠি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                নিঃস্ব হলো রাস্তা আবার, নিঃস্ব পথ চলা,
নিঃস্ব আমার মনের কথা, ভাবনা তোমায় বলা।
শুধু হ্যা, না, হুম্ দিয়ে কি জীবন এগিয়ে যাবে?
মনের মানুষ চুপ থেকে কি কোনও দিনও খুঁজে পাবে?

বাঁধ্ ভেঙেছে চুপটি থাকার, বাঁধ্ ভেঙেছে নিঃস্তব্ধতার,
মনের ক্রোধ্ আজ কথার জালে ধরা দেবে বার বার।
অবুঝ তো নও, বুঝবে ঠিকই স্বীকার করবে কবে?
মনের মানুষ চুপ থেকে কি কোনও দিনও খুঁজে পাবে?

অনেক হলো মান-অভিমান, অনেক হলো মুখ ভার়।
অনেক হলো চুপটি থাকা, কথা তো বলো এবার॥
তোমার জন্যই পথ চলা আজ, তোমার জন্যই কবিতা লেখা,
মুখ ফিরিয়ে থাকবে কতো? এবার তো দাও দেখা।
আর কতোদিন চুপটি করে থাকবে বসে ভাবে?
মনের মানুষ চুপ থেকে কি কোনও দিনও খুঁজে পাবে?

রাত্রি ৩:০৫
বহরমপুর            
            
1154 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রদিপ কুমার দে

জন্ম ২৫শে এপ্রিল ১৯৮৮, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে। এম. কম্. পাশ করে বর্তমানে ইউ.এস টেক্সাস্ এর হস্টন শহরে বেকটেল মাল্টিন্যাশনাল কোম্পানিতে কম্পিউটার অ্যাকাউনট্যান্ট পদে কর্মরত।

একই ধরনের লেখা

2 মন্তব্য