এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 28 ডিসেম্বর 2015 23:36

কৈফিয়ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমিও হয়তো দেবতাই হয়ে যেতাম
সমাজ আমায় শয়তান বানিয়েছে।

প্রথম যেদিন মিথ্যা বলেছি, চোখ বড় করে সাহস দিয়েছে-
”ভালোই বলে তো, কবি হবে বড় হলে”,
মানুষ না হয়ে কবিই হয়েছি তাই
মিথ্যের নীল শামিয়ানাটার নিচে
নগ্ন মনের অনুভূতিগুলো বিকিয়েছি পুরোটাই।

আমিও হয়তো দেবতাই হয়ে যেতাম
সমাজ আমায় শয়তান বানিয়েছে।

প্রথম যখন ধোঁকা দিতে শিখি, থুতনি ঝাঁকিয়ে সজোরে বলেছে-
“হাল চাল বুঝে, নেতা হবে বড় হয়ে”,
মানুষ হইনি, নেতাই হয়েছি তাই
জনতার নাকে মুলা বেঁধে দিনে-রাতে
নিজের পকেট স্বর্গ বানাতে হিসেবের কমি নাই।

আমিও হয়তো দেবতাই হয়ে যেতাম
সমাজ আমায় শয়তান বানিয়েছে।

ফুটবল মাঠে বন্ধু মেরেছি, হাত উঁচু করে এগিয়ে এসেছে-
“বিপ্লবী ছেলে, সৈনিক হতে পারে”,
মানুষ না হয়ে সিপাহী হয়েছি তাই
সকাল সন্ধ্যা অস্ত্রের নল ঘষে
শত্রু বন্ধু কুকুর এখন একরূপে দেখে যাই।

আমিও হয়তো দেবতাই হয়ে যেতাম
সমাজ আমায় শয়তান বানিয়েছে।

প্রথম যখন ভালোবাসলাম, ভুরু ভাঁজ করে ভীষণ হেসেছে-
“খাসা অভিনয়, আলবৎ হিরো হবে”,
মানুষ হইনি, নায়ক হয়েছি তাই
আবেগ এখন ব্যবসায়ে পুঁজি মতো
ভালোবাসা নামে অভিনয় দিয়ে প্রেমিকের গদি পাই।            
            
969 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 20 আগষ্ট 2020 23:52
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

6 মন্তব্য