মঙ্গলবার, 29 ডিসেম্বর 2015 23:12

বর্ষবরণ কবিতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                .
বর্ষবরণ কবিতা
এমদাদ শুভ্র 
.
মহাদেশ, দেশ, জাতি, উপজাতি
সময়তালে করে মাতামাতি
রাতারাতি নয় বর্ষবরণ- এ যে বিবর্তনের ফল
প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট বয়ে চলে অবিচল
.
বর্ষবরণ দেশ ও ভাষায় মর্মে মর্মে বাজে 
জন্মতিথি, সুখ ও দুঃখ, স্বরব-নীরব কাজে
দেশ-জাতি ত্যাগ, নয় ফিরে আসা
পূর্ণ হওয়া কোনো প্রত্যাশা  
কাটা ঘা কিংবা নুনের ছিটা মনে রাখা কোনো ক্ষণ
নানা চেতনার অভিসন্ধিই- যুগে যুগে এ বরণ! 
. 
সময়ের স্রোত আসে না তো ফিরে আর
অনুক্ষণ শুধু ফিরে দেখা বারবার
দুঃখ-সুখের স্মৃতি উস্কে হৃদয়প্রদীপ জ্বেলে
দিগন্তময় উল্লাস ধ্বনি মনের পর্দা মেলে
ব্যক্তি গোষ্ঠি সমাজে জাতিতে বর্ষবরণ এই
খুঁজে দেখলে পাবে হারানো সময় আসলে নেই
অনুভূতি আর স্মৃতিচিহ্ন মনের গভীরে রাখা
আকাশের বুকে রঙের আঁচড়ে এক রঙধনু আঁকা 
.
টুকরো টুকরো খণ্ড সময় বোঝা বড় প্রয়োজন
সময়ের সদ্ব্যবহারে হোক সত্যেরই আয়োজন
মহাবিশ্বের প্রতিটি কণা ‘তোমার’ জন্য গড়া
শত চেষ্টায় যায় না যদিও সময় মুঠোয় ধরা
হৃদয়েতে প্রেম ভালোবাসা মূল কৃতজ্ঞতার সুর
-পৃথিবী থেকে জরাজীর্ণ চিরতরে হোক দূর 
.
চন্দ্র সূর্য আলো আঁধারের অবিরাম রোজ খেলাতে
বর্ষবরণ কিছুনা কিছুনা জীবনের মূল বেলাতে 
আজকের এই অনুক্ষণ দিন রাতের মূল্য বুঝে
ভালোবাসো, আরও ভালোবাসো মূল খুঁজে
.
অফিস, 29/12/2015 9:20:49 PM
...            
            
1507 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

এই বিভাগে আরো: « কৈফিয়ত নিরাপদ জীবন »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.