এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 31 ডিসেম্বর 2015 10:09

প্রবাসী চিঠি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                প্রবাসী চিঠি
মো:নাহিদ রহমান
তপ্ত দুপুর উত্তাপ্ত মরুভূমি
আমি একা বসে দেখি
অসহ্য ঢেউ মরিচিকার,
নিঃসঙ্গতায় বালিকণায় চিঠি
লিখি বেদনার বর্ণমালায়।
জানি কেউ পড়বে না,
জানবেনা ঠিকানাহীন চিঠি,
মরুৎ জড়ে উড়ে যাবে আমার
বেদনায় ভরা এক একটি বর্ণ।
এখানে অদূরের নীলিমা
ছায়া হীন সঙ্গী হতে চায় আমার।
এখানে কেউ আমায় করুণা করে না,
না ঐ দূরের আকাশ
না ঐ অত্যাচারিত মুনিব আর
না ঐ রাতের নক্ষত্র।
একমাত্র উঠের ছায়া আমাকে
করুণা করে ক্ষণে ক্ষণে।
জানিস মা,
এখন আর কবিতা লেখেনা
তোর বাউন্ডেলে কবি ছেলে,
উঠের লাঠি কলম কেড়ে নিল,
কবিত্ব মনে মনিব ঢেলে দিল শাসিত বিষ,
ঘামের নদীতে বিলীন আমার কবি স্বত্বা
তাই আজ আর লিখি না।
মাঝে মাঝে মনে হয় সীমান্ত উপড়ে
চলে আসি মাগো তোর আঙ্গিনায়
আচল তলে পরম শান্তিতে
তৃপ্তির ঢেঁকুর তুলি,
তোর শীতল কোলে একটু ঘুমাই।
কিন্তু যখন তোর ছেঁড়া আচলে
দারিদ্রের বৃষ্টি বন্যা দেখি
তখন অতৃপ্তির বিষাদ বেদনায়
মনে হয় বেশ আছি
তোর চোখের আঁড়ালে।
২৬/১২/২০১৫ ইং
শনিবার
সকাল,১১:৩০ মি:            
            
828 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য