এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 00:21

মুছে ফেল অশ্রু

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                মুঁছে ফেল অশ্রু আর কান্না নয়
বাংলার মাটি এখন খাঁটি হয়েছে
থেমে গেছে বিদ্রুপ, হানাহানিকে মোরা করেছি জয়।

এখন মোদের সময় হয়েছে ফিরে তাকাবার
যাদের জন্য ধুঁকে মরেছি
আজ বাংলার ছেলেরা করেছে জয়।
মুখে মেরে তাদেরর আগুনের কুণ্ডলী
বাংলার ছেলেরা বুলি নিয়েছে জয় বাংলার জয়।

যে দেশ হাসতে পারেনি এত দিন আজ হাসছে
যে বাড়ীতে শোনা যায়নি কোন শব্দ
আজ যেনো বিজলী বাতি জ্বলছে
দূর থেকে শোনা যাচ্ছে রেডিওতে সেই গান
জয় বাংলার জয়।

যে মায়ের দিকে তাকালে হৃদয় পুরতো
আজ সে মায়ের মুখে হাসি এসেছে
আমরা হয়েছি তাঁর মুক্ত সম্বল।

যাদের জন্য পেয়েছি আমরা স্বাধীনতা
কোন দিন ভোলা যাবে না তাঁদের
তারাই যে চির অমর।
1257 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 02:10
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

10 মন্তব্য