সোমবার, 11 জানুয়ারী 2016 11:35

১৫ মিনিট

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঘড়ির কাটায় তখন ছিল ১০বেজে ১৫ মিনিট

সালটি ছিল ২০১৬ সালের ১২ জানুয়ারি ,  

তাড়াহুড়া করে উঠে বসা ছোট্ট পিক্যাপে

আসনটি ছিল অচেনা মেয়ে তোমার পাশে

লজ্জা পেয়েছি যখন দেখেছি তোমার হরিণী দৃষ্টি

চোখ দুটি কাজলের কালিতে আঁকা।

চলন্ত গাড়ি যেন উড়ন্ত পঙ্খী উড়ছে যেন বাতাসে

মাঝে মাঝে তুমি হেলিয়ে দিলে নরম শরীর

অনুভব নিয়ে ছিলে বুঝি গা ঘেঁষে?  

মুচকি হাসনে মাথা নুইয়েছ লজ্জায় মরি মরি

অনুভবে তুমি কি পেয়ে জানিনা ওহে অচেনা সুন্দরী।

উড়ন্ত পঙ্খী হঠাত করে থেমে গেল উড়ার সময় বলে শেষ ,

এমন ধাক্কা দিলে তুমি লাগছিল গায়ে বেশ!

চলে যাওয়া তোমার আমি ও চলি দুজন দিকে

বার বার তুমি ফিরে চাইছ শত লোকের ফাঁকে ।

বুঝিনি তখন তোমার অনুভতি যখন ছিলে পাশে

জানিনা হে অচেনা মেয়ে ভাললেগে কি আমাকে ।
941 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.