এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 23 জানুয়ারী 2016 09:02

মাঘের বেলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মাঘের বেলা
মো : নাহিদ রহমান
(ছয় মাত্রার চালে লেখা)
উত্তরে হাওয়া ধানের চারায়
লাগায় কেবল দোলা,
মাঘের মেঘের খামখেয়ালিতে
উড়ায় পথের ধূলা।
গাছির হাড়ির রসের বাহার
হালকা হালকা ঘোলা,
কৃষক উঠান কাটায় লগন
শৈশব কালের বেলা।
শীতের কাঁপন কাঁপায় ভুবন
ঠাণ্ডা লাগায় গায়,
নিঝুম রাতের কাঁথার আঁধার
উষ্ণ ছড়াতে চায়।
মাঘের হাওয়া যায়না সওয়া
ফাগুন হাওয়া চায়,
গোধূলি বেলায় রূপের ঝলক,
পলক কড়ার নয়।
মাঘের প্রহর বেজায় বিস্বাদ
অলস দিনের মত,
ক্লান্ত পাখির পালক পাতায়
বুলেট ছড়ায় ক্ষত।
আমের বাগান ছড়ায় সুভাষ
মিষ্টি মধুর ঘ্রাণ,
এমন সময় একটু হলেও
জুড়ায় মোদের প্রাণ।
২১/০১/২০১৬
বৃহস্পতিবার, সন্ধ্যা, ৭:০০            
            
808 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য