বুধবার, 27 জানুয়ারী 2016 01:44

পৃথিবীর সেরা পূর্ণ বাক্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                .
পৃথিবীর সেরা পূর্ণ বাক্য 
এমদাদ শুভ্র
.
.
বাংলাতে- না, ইংলিশে- নো, আরবিতে- লা’ শব্দ
ক্ষুদ্রতমই বৃহত্তম যুগ যুগ সহস্রাব্দ
.
হাঁ না দু’টি শব্দ আসলে মানুষ চেনার রীতি
আবেগ আশা স্বপ্ন চাওয়া ভালোবাসা সম্প্রীতি 
.
ইতিবাচক আর নেতিবাচকের মূলধারা এই দু’য়ে
কেউ দূরে রয় অনন্তপথ, কেউ যায় মন ছুঁয়ে
.
বাকহীন সে-ও প্রকাশ করে যে মাথা দুলিয়ে সোজা
বিবেক চেতনা কেমন যে কার যায় সহজেই বোঝা
.
শব্দ দু’টি মনের সাথে নিত্য করে খেলা
জানতে মানতে শেষ হয়ে যায় জীবনের একবেলা
.
ছোট্ট দু’টি শব্দের সাথে এতোটা বিরোধ ক্রোধ
নীরব যুদ্ধ নিজের মাঝেই প্রতিশোধ প্রতিরোধ
.
পৃথিবীর সেরা পূর্ণ বাক্য না দিয়ে শুরু যার
হাঁ দ্বারাই আমি মান্য করি এমন বিশুদ্ধতার!
.
বাংলায় বলি, ইংলিশে বলি, আরবিতে বলি, আর
মন থেকে বলি- গ্রন্থিত হোক কথা কাজে বিস্তার
.
...            
            
1068 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.