রবিবার, 31 জানুয়ারী 2016 13:04

শীত যখন কাব্য করে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শীত যখন কাব্য করে


সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা, 
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।

মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি হবার ভয়ে
আজো নিকটবর্তী হলোনা কুয়াশার শরীরে।
অথচ আজ সন্ধ্যায় কবিতারা
কুয়াশাকে লজ্জাবতী হতে বলেছিলো।

একটুকরো হিম
গর্ভবতী হবার নেশায়
লেপ তোষকে লুকিয়ে রাখে
বিবস নগরীর প্রাগৈতিহাস।

লেখাঃ ২৬/১/২০১৬ইং            
            
824 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এই বিভাগে আরো: « নাজ জীবন খুঁজি »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.