শুক্রবার, 05 ফেব্রুয়ারী 2016 23:29

একুশ এলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
একুশ এলো
এমদাদ শুভ্র
.
বলছে ফাগুন কানে কানে- একুশ এলো 
বলছে কোকিল গানে গানে- একুশ এলো
.
বাবার মুখে, মায়ের মুখে
কান্না হাসি, সুখে দুখে
এইযে মাটি আর মানুষের ভাষা
চিন্তা আশা কল্পণা প্রত্যাশা
বাঙলা ছিলো, হাজার বছর মানুষের প্রতিভাসে।
.
কিছু অমানুষ এসে, সর্বনাশার বেশে
চাইলো- সমূলে এই বাঙলাকে দেবেই নিরুদ্দেশে  
এ মাটির তাজাপ্রাণ, এ যে তাঁদেরই অবদান
বুকের রক্তে নাম লেখালো ভাষার ইতিহাসে!
.
ফাগুন যখন আসে- সালাম হয়ে আসে
কোকিল ডাকে মূহুর্মূহু বরকতেরই নাম
রক্তপলাশ- রফিক শফিক জব্বার শিরোনাম!
.
বলছে ফাগুন কানে কানে- একুশ এলো
বলছে কোকিল গানে গানে- একুশ এলো
কী দেবেগো প্রেম প্রতিদান, ভাবনা কি নয় এলোমেলো?
.
তোমরা যাঁরা বুকের রক্তে করলে ফাগুন লাল
লাল ফাগুনের রক্তধারায় আমরা যে উত্তাল!
এই বুকে তাই খোদায়কৃত একুশে ফেব্রুয়ারী
ভাইহারা শোক- শক্তি যে আজ! আমরা ভুলতে পারি?
.
অফিস, 04/02/2016 03:40:50 PM.
...            
            
1028 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.