এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 25 ফেব্রুয়ারী 2016 09:51

মায়ের খোকা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মায়ের খোকা
মো : নাহিদ রহমান
ডাকছে মা ঐ গেলি কোথায় দুষ্টু খোকা ওরে
একটু খানি খেয়েই বকা রাগ করলি না'রে।
শিরিশ ডালে কোকিল ছাড়ে মিষ্টি মধুর
বোল,
কোথায় গেলি খোকারে তুইফেলে মায়ের
কোল।
তোর বাগানে ফুল ফুটেছে কতক ওড়ে তায়
রাজ পুরির ঐ রাজ কন্যা ডাকছে তোরে আয়।
পুঁটি মাছের ঝোল করেছি আয়না চলে বাড়ি,
না অাসলেই চোখের জলে লিখব কিন্তু আড়ি।
ভাত মাখিয়ে ডিম করেছি খাবে কিন্তু
কাকে
দস্যি খোকা লুকিয়ে থেকে কষ্ট দিওনা
মাকে।
দুষ্টু খোকা মিষ্টি চোখা কোথায় গেলি ওরে
দিব্যি করছি রাখব বুকে বকবো না আর
তোরে।
দুপুর গেল রাত্রি এলো ক্লান্ত কোকিল সুরে,
দুষ্টু খোকা মিষ্টি হেসে ফিরল না আর ঘরে।
সকাল হলো একুশ এলো বাজল দুঃখের গান
ভাষার তরে মায়ের খোকা দিয়েই দিল
প্রাণ।
১৩/০২/২০১৬ ইং
শনিবার, রাত,৯:৩০ মিঃ            
            
708 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 25 ফেব্রুয়ারী 2016 09:52
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য