কি যে সুখে আছি বন্ধু জানতে যদি একবার আসতে কাছে পাগল হয়ে কাঁদতে শোকে বার বার। দেখতে আমায় অস্রু চোখে বলতে কথা অনুরাগে জিজ্ঞাসিতে কার বিহনে ক্ষয় করেছ তনু অভিমানে। হাতের মাঝে হাতটি রেখে কাঁপা ঠুঠে বলতে হেসে জানতান যদি আরও আগে আসতাম কাছে ময়ূর বেশে। আমার চোখের বৃষ্টি নদী যে দিলো তার সুর লহরী তারে খুঁজে আনতে তুমি হয়ে আমার হৃদ প্রহরী। জানি তুমি আসবেনা আর হয়ে আবার সত্য রবি কাছের মানুষ পর হলে থাকে শুধু স্মৃতি ছবি। কিইবা আছে এখন বাকী যার লাগিয়া হাসবে তুমি কপাল পুড়া মানুষ আমি নষ্টে গড়া জীবন ভুমি।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 12 জুলাই 2023 14:30 লিখেছেন xDmWUk
online cialis Glucosylceramide synthase blockade down regulates P glycoprotein and resensitizes multidrug resistant breast cancer cells to anticancer drugs
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 01 মার্চ 2016 22:30 লিখেছেন আহমেদ দীন রুমি
মনোরম প্রকাশ,,, ভালো লাগলো....
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 28 ফেব্রুয়ারী 2016 23:22 লিখেছেন মোঃ নাজমুল কবির
ভালো লেগেছে, সুন্দর হয়েছে
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 27 ফেব্রুয়ারী 2016 21:50 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
ছন্দিত কবিতা
মুগ্ধতা রেখে গেলাম দাদা ভাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.