এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 মার্চ 2016 07:05

ভয় হয়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ভয় হয়
মো : নাহিদ রহমান
বড্ড ভয় হয় একা, বিছানা বিলায়ে ক্ষনিক মরনে দেহ
সপি রাত্রি,
মুক্ত আকাশ আড়ালে, মনে হয় আমি যেন দিক
ভোলা জাহাজে মরণ ফাঁদে পড়া যাত্রী।
রাত্রি এলেই ভয়, লুটেপুটে নেয় যদি আমার
অস্তিত্ব,
পঁচিশের রাতে ফের বেঁচে ফেলি কি'না স্বত্ব।
অাতংক জাগায় মনে, যদি ফোটে যত্রতত্র গুলি
যদি ছিটকে ছিটকে পড়ে পিচঢালা পথে মানুষের
খুলি।
যদি দেখতে না পারি পাখি ডাকা সেই সে স্বাভাবিক
সকাল,
কেড়ে নেয় যদি ফের কোকিলের কুহু
ডাহুকের ডাক মোরগের বাক পঁচিশে অকাল।
ঝলসে আবার যদি রাতের আধার মুখে পুরে লাশ
কুকুর করে প্রভাত ফেরি,
তখন কে আছে সেই?বাঁচাবে একটা মানুষ সাহসে
অস্ত্র ধরি।
জাতির কাপালে আঁকে যারা একটা সতেজ সকাল
ওদের উপরে ফিট, ভিতরে পুষেছে মাকাল।
কি ভাবে চালাবে ওরা সাহসে খ্যাপন অস্ত্র,
আগেই মরেছে ওরা পড়েছে নেশার শাস্ত্র।
ভাল লাগেনা ওদের কাব্য কথা গান নেশার কাপিনে
টানে,
তাই আজ ভয় হয় নিস্তব্ধ রাতে মনে।
০১/০৩/২০১৬
মঙ্গলবার,সকাল, ৬: ৩০ মি:            
            
738 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য