রবিবার, 06 মার্চ 2016 09:53

ক্রিকেট খেলা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ক্রিকেট খেলা

বাংলাদেশের ক্রিকেট দল
দীপ্ত পদে চল এগিয়ে চল
বুকের মাঝে জুগিয়ে সাহস
ব্যাটে বলে দেখাবে ত্রাস।

ভারতের ডেরায় ভয়ের জোয়ার
বাংলার বাঘে ভেঙেছে খোয়ার
এবার বাঘের ক্ষীপ্র থাবা
ভারতের টিম ডাকছে বাবা।

খেলার লড়াই মাঠেই হবে
জয় পরাজয় সবই বরে-
মাশরাফির দল বাঘের দল
ক্ষীপ্র থাবায় চল এগিয়ে চল।

এ লড়াইয়ে জিতবে তারা
আম্পায়ার যদি থাকে খাড়া
অকারণে তাদের করলে আউট
ভারত জিতে যাবে নোডাউট।

আম্পায়রের মাঝে চললে খেলা
বাংলা জিতবে এটা যায় না বলা-
আম্পায়র যদি সঠিক রয়
বাংলা বাঘের হবে বিজয়।

মাঠের খেলা মাঠেই থাক
বাঘ জিতলে হবো না অবাক-
বাংলার বাঘের নিশ্চিত জয়
কে ঠেকাবে জয় পরাজয়।

দেখবো আমরা আগামি কাল
আম্পায়ারের খেলার হাল।

জয় হোক বাঙালীর
জয় হোক বাংলাদেশের।            
            
1460 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক aZLYmN বুধবার, 05 জুলাই 2023 06:26 লিখেছেন aZLYmN

    Xavier, USA 2022 04 30 03 22 53 tadalafil generic vs cialis Though the condition can develop in people of any age, it s more common in people over the age of 50

  • মন্তব্যের লিঙ্ক Liamtesse বুধবার, 07 জুন 2023 16:18 লিখেছেন Liamtesse

    However, in our scRNA Seq data, these cells, present within the tumor microenvironment and displaying a proangiogenic phenotype, were depleted in T DM1 and pertuzumab resistant tumors buy cialis 20mg The same goes for several different kinds of fish

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.