এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 ফেব্রুয়ারী 2015 19:01

আঁচ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সবচেয়ে অল্প দামী বাউল, কবি, কবিতা
শিমূল, পলাশ, চম্পা, পারুল, কৃষ্ণচুড়া
ওরা সমাজে এক ধরণের জংলার গাছ।
ওদের দ্বারা হয় না ঘরের আড়া, থাম
গৃহ সরঞ্জাম, নৌকার পাটাতন, গুড়া
পোড়া আর অবজ্ঞাতেই চলে যত কাজ।

তবে ওরাই ফোটায় প্রথম ভালবাসা
প্রতীক্ষিত স্বপ্নের লুকায়িত অস্ফুট ভাষা
বর্ণ মালার রং, উত্তাল বিজয়ের ফুল।
মন ও মননের নিকুঞ্জ বাগে সবার আগে
শোনে ঋতুরাজ- বসন্ত বাঁশির আওয়াজ
নবীন পথিকের দূরাগত পদধ্বনি,অশোনি
যুগ ও যুগের হাওয়া ওরাই প্রথম করে আঁচ।            
            
1025 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:11
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

7 মন্তব্য