এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 28 মার্চ 2016 13:52

ঐক্য গড় যুদ্ধ করো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জীবনের দাম এতো কম 
ভাবতেই  কাঁদে মন
খুন, ধর্ষণ রাহাজানির 
অভয়ারণ্য দেশ এখন। 

স্বাধীন দেশের এই কি ছবি 
চোর ডাকাতের মেলা 
মানবতার নামে চলছে 
নিপিড়নের খেলা। 

মধুর কথা মিষ্টি হাসি 
গভীর তাদের ছল 
সুযোগ পেলে চালায় ছুরি 
জানোয়ারের দল। 

সত্যবাদী মানুষ আজ
হয়ে গেছে খল
কষ্ট চাঁপা বুকে আছে 
আম জনতার দল।

স্বাধীনতার এই কি সুফল 
কন্ঠ রোধ করা
সত্য কথা বলতে গেলে 
মার খেয়ে মরা।

স্বাধীন দেশের স্বাধীন মানুষ 
কথাটি আজ ভুল 
হাতে পায়ে শিকল বাঁধা
উত্তোরনের নেই কুল।

কেউ খাবে কেউ খাবেনা
হয়ে গেছে রীতি
গণতন্ত্রের নামে দেশে
চলছে অপনীতি

সময় হলো জেগে উঠো 
আমজনতার দল 
ঐক্য গড় যুদ্ধ করো
 ভাংগ হায়েনাদের বল।            
            
1008 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য