শনিবার, 09 এপ্রিল 2016 16:21

ভুল সাহস

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভুল সাহস
. 
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ, 
অথচ কেউ বুঝিনি 
পাথরে পাথরে তারুণ্যের এর্টেল,
আগুনে আগুনে উৎসের তাপ।
.
যেতে যেতে বহুদূর গিয়েছি, 
ওড়না কামিজের ওম ছেড়ে-প্রান্তের ঠিকানায়
জেনে ফেলেছে রাজ্যের সৈন্যসামন্ত
অতঃপর গন্তব্যহীন ভুলে 
আমাকেই ভরিয়েছি আমিহীন খামে।
.
অজস্র ভুল করি, বারংবার ভুল করি
রক্ত চুইয়ে নামে ভুল প্রেম, 
ভুল খামে ভরাই ঘৃণার শব্দমালা।
.
লেখাঃ ২৬/৩/২০১৬ইং
বগুড়া......            
            
845 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 09 এপ্রিল 2016 16:34
শেয়ার করুন
এই বিভাগে আরো: « মনে নেই ভুল সাহস »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক NQTFTOB বুধবার, 05 জুলাই 2023 09:08 লিখেছেন NQTFTOB

    Doctors are currently reconsidering the use of calcium and vitamin D supplements based on studies suggesting that supplements do not make much difference in bone mineral density protection levitra ou cialis homme

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.