শনিবার, 23 এপ্রিল 2016 12:47

কে দিবে শিক্ষা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি তোদের তরে ছুঁড়ে দিলাম আমার ধিক্কার থালা
কেন তোদের তরে এত কষ্ট, কেন এত মহত্তের বানী !
এই বুজি পাওয়া ছিল, এই বুজি তোদের তরে শিক্ষা
ছিঃ ছিঃ নিরভোদেরে দল মানবতায় তোরা নিতকৃষ্ট ,
যে মানবটি নিজেকে সুপে দিল তোদের তরে আর তোরা!
কি দিয়েছিস উপহার অবশেষে, তোদের হাতেই গেল জীবন দিয়ে ।
তোরাই এই জাতির কুলাঙ্গার সন্তান দেশ গড়ায় তোরাই শত্রু ,
দেখে নিস এই বাংলার মাটিতে একদিন তোদের বিচার হবে ,
রাস্তায় পড়ে রবে তোদের লাস, ছিরে ছিরে খাবে তোদের মাংস ,
তোরাইতো সোনার বাংলার জীব-জানোয়ার।

আজ রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষককে গলা কেটে হত্যা করা হয় , আসলে এটা আমাদের জন্য অবাক হয়ার কথা যে ওরা কেমন নরপশুর দল। একজন শিক্ষককে এভাবে হত্যা করতে পারে। যে মহৎ মানুষটি সারা জীবন শিক্ষার জন্য সংগ্রাম করলো আর তাঁর এমন অবস্থা হবে তা কখনো আশা করা যায়না।
1072 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.