এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 26 এপ্রিল 2016 08:13

মিছিল যেন মিসাইল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মিছিল যেন মিসাইল
মো : নাহিদ রহমান
আমার সাজানো স্বপ্নে মিছিল ছুড়ল ঢিল,
স্বপ্নিল দিন ঝরে হকির আঘাতে ,
চূর্ণ বিচূর্ণ কাচের মতো।
গোধূলি নিভন্ত আলো বলে গেল আজ
এরা নাকি বসন্ত পিয়াসি মানুষ,
নিশ্চিত দ্বিধা নিয়েই বলে গেছে
সে কথা তা- জানি
সন্দেহ নিয়ে বলেছে ফের,এরা বোধহীন
মনবতা ক্ষয়ী চুপসে যাওয়া ফানুস।
একটা মিছিলে কিছু, মূর্খতা জনতার
ভেঙে দিল জীবনের গোছানো পাজর।
স্বপ্নিল স্বপ্ন বন্দিএখন আমার
মিছিলের স্লোগানে
বদ্ধ খাচায় পাখির মতো।
এখন মিছিল শেষ, আমি একা বসে
বিস্তর ধ্বংসাবশেষ,
অবশিষ্ট জীবন খুঁজি,
উচ্ছিষ্ট সন্ধানী টোকাইয়ের মতো
তাই অকপটে বলে মন
একটা মিছিল যেন ধ্বংসাত্মক এক মিসাইল।
০৯/০৩/২০১৬
বুধবার,সকাল,৯:০০            
            
904 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য