এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 01 মে 2016 08:35

শশিকর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                হাতুড়ি ওঠে হাতুড়ি নামে
শ্রমিকের আঘাতে ভাঙ্গে ইট,
মাটিফাটা রোদে বুক ফেটে তৃষ্ণা
কালছে হয়ে ওঠে পিট।

হাঁতুড়ির বাটে ঘর্ষণে
ফোঁসকা পড়া তার হাত,
বিবেধ করেছে সমাজপতি
এরাই যেন শ্রমিকের জাত।

বেলা শেষে যবে ফোঁসকা পড়া হাত
পেতে দেয় মনে দুঃখি,
মাহাজন বলে ওঠে ছোটলোকের জাত
কেন দিস কাজে ফাঁকি।

সে ছেলে প্রভাতে ছোটে
জোটে যদি কিছু ভাত,
কর্মে মাঝে কাটে বেলা
তবু পাতে না'কো হাত।

শ্রমিক দিবসে কারখানার মাঠে
শ্রমিকের অধিকারে দেয় ওরা বোল,
ঘামের মুজুরি দিতে গিয়ে
গোষ্টি উদ্ধার করে কেউবা বলে
কাপড় তোরই খোল।

শ্রমিক বলে ওদের করিস না
বারে বারে অবহেলা আর,
ওরাইতো অমানিশার
সেই শশিকর।            
            
1158 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 14:26
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য