এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 03 মে 2016 06:57

চৈতি খরা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                চৈতি খরা
মো : নাহিদ রহমান
নিস্তব্ধ রাত্রি,চারটি প্রাণ রয়েছি জেগে
রুগ্ন অার্তনাদ তাঁর, মিশে যায় রাতজাগা
পাখিদের সাথে।
অামি রাত্রি জেগে আজো,
কবিতার খোরাক জোগাই,
বাবার হরেক রকম রোগের বিছানায় বসে।
যারা বসে আছে দূরে,
ওরা চোখের অাঁড়ালে তাই
বোঝে না দুঃখের ব্যথা,
কিন্তু বাবার চোখের পাতাতে আমি,
তাইতো তার আকুতি ভরা চোখ কয়,
আমার চোখেতে কথা।
আমি তার ভাষা বুঝি,
তাইতো চোখের চাহনিতে
জীবনের মানে খুঁজি।
জীবন যুদ্ধে আমি, মুখ থুবড়ে পড়ি বারবার
আপাততো শক্তি নাই উঠে দাঁড়াবার,
প্রেম এসে চলে যায় সুখেদের পথে,
আমি শুঁধু ভেসে যাই,দুঃখের স্রোতে।
বসন্ত এসেছে তবু, মনেতে রয়েছে চৈতি খরা,
কোকিল যে গান গায় সেটা যেন মরা।
আমার জীবনে সুখের দেখাটি নাই,
হাজারও দুঃখের ভীড়ে হারিয়েছে খেই।
২৮/০৩/২০১৬ ইং
সোমবার, রাত,২:৩০ মি:            
            
1206 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য