এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 06 মে 2016 14:22

রৌদ্র স্নান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নিস্তব্ধ রয়েছে গাছ, জল, পাতা
আর ফুলেদের দল,
নিরব বেদনা ছাড়ে শুঁধু চৈতি দাবদাহ,
প্রকৃতি যেন করেছে রৌদ্র স্নান।
আকাশের মাঝে প্রেম নেই
বিরহ বুনেছে বাতাস
উদ্ভিদ পাড়া জুড়ে রয়েছে
কেবল নিথর নিরবতা।
হয়তো এমনো ক্ষণে একটু পেতাম স্বস্তি
যদি ঘরে থাকা যেত,
কিন্তু আমি ছুঁটে চলি জীবনের প্রয়োজনে
একমুঠো ভাতের সন্ধানে।
তাইতো হয়না বসে থাকা
পঁয়তাল্লিশ ডিগ্রী সেলসিয়াস তাপে,
শ্রমিক তাই দমাতে পারে না
ক্ষিপ্র রোদের তীব্রতা
রোদ্র স্নান করি আমি রোজ
মনিবের তরে দিয়েছি বিলিয়ে
দেহ ভরা সেই ঘাম।
ক্ষ্যাপা রোদ তাতে নাই ক্ষতি,
কর্ম শেষে যদি মেলে ন্যায্য দাম।            
            
1430 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 14:28
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা