বৃহষ্পতিবার, 12 মে 2016 22:42

হতাশা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হতাশা
মো : নাহিদ রহমান
দিন যায় দিন আসে শূণ্য পকেটে কলম গুঁজে ঘুরি
কার্ড অার কাগজে ঠাসা মানিব্যাগ ঘেঁটে ঘেঁঠে
অাধুলি খুঁজি তবু -মেলে না।
ক্ষয়ে যাওয়া স্যান্ডেল চিনেছে এ দ্বার সে
দ্বার কত,
লেমিনেটিং এ মোড়ান সার্টিফিকেট জুড়ে
রয়েছে সাহেবি হাতের ময়লা তবু
স্থান মেলেনি ফাইলে কোনো।
যথার্থ খুঁজেছি মূল্য জীবনের অলিগলি- পাইনি,
দিন যায় দিন আসে তবুও
স্বপ্নিল স্বপ্ন বুকে নিয়ে ঘুরি
বেলা শেষ যেটুকু পেয়েছি হতশা শূণ্য ভরা।            
            
1309 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.