শুক্রবার, 13 মে 2016 18:48

প্রত্যয়ের গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এই মায়াবি শোন
হুম শুনছি বলো? 

এই দিকে তাকাওনা একবার 
দেখি মন ভরে;
কতো দিন দেখিনি তোমায় 
একটু ভালো করে? 

কি হয়েছে আজ তোমার 
ডাকছো মিষ্টি সুরে;
মনে হয় এতো দিন 
ছিলাম অনেক দূরে?

পড়েছো আজ, নীল শাড়ি
দেখতে লাগছে অপ্সরি;
কপালের ঐ লাল টিপ
জ্বলছে যেনো হয়ে দ্বীপ?
বাঁকা ঠুঁঠের মিষ্টি হাসি 
আমার গলায় হলো ফাঁসি?

কোন সে সুখের অনুভবে
করছো এতো পাগলামি;
কই আগেতো দেখি নাই  
তোমার অমন মাতলামি?

খোপায় যদি গুঁজতেগো ফুল 
কানে পড়তে দুল; 
রূপের চন্দ্র দিতো ঝলক
পড়তোনা আর পলক?

অমনি করে কোন দিনতো
বলোনি আমায় সাজতে;
আজ তোমার কি হয়েছে
চাইছো কাছে রাখতে?

পায়ে যদি বাঁধতে ঘুংগুর
হাতে পড়তে কাঁকন;
কি যে অপূর্ব লাগতো তোমায়
অভিসারে ভাসতো মন।

কতো দিন করেছো পাড়
দিয়ে মিছে আশা;
আজ কেন তোমার মুখে
এতো মধুর ভাষা?

তোমার মাঝে পেয়েছি খুঁজে 
সুখের মহা বৃষ্টি;
আসলেই তুমি বিধাতার গড়া 
অপূর্ব এক সৃষ্টি।

এই ভাবে বলোনা পাগল 
আমি অতি নগণ্য;
কি আছে এমন আমার 
তোমায় করবো ধন্য?

বিধাতাতো করেননি
এতো টুকু ভুল 
গড়েছেন নিপুণ হাতে 
এই মাটির ফুল;
তাইতো আজ বুকের মাঝে
বিঁধছে প্রেমের হুল 
হারায় যদি শেষে তোমায় 
ভুল সবি ভুল।

সত্যি করে বলছোতো সব
নয়তো মিথ্যা অভিনয়;
কেঁড়ে নিয়ে সব ছলনায় 
 করবেনাতো নিঃস্ব ক্ষয়।

সত্যের পূজারি আমি মিথ্যার যম 
ভালবাসার পাগল আমি সুন্দরের নমঃ
কবির ভাবনা তুমি শিল্পীর কল্পনা 
সত্যিই তুমি মায়াবিনী, অপূর্ব ললনা।

কোন দিনতো বলোনি পাগল 
এমন কথা মুখে;
কি ভাবে আজ,বিশ্বাস করবো 
এই ভাঙ্গা বুকে? 

আমি মানুষ, আমি প্রেমিক
হয়তো করছি ভুল;
যে কারনে ফোটাতে পারিনি 
তোমার কাননে ফুল। 

কি আর হবে এই অবেলায় 
এতো কাছে এসে; 
ঐ দেখো আসছে জোয়ার 
হয়তো যাবো ভেসে? 

যতোই আসুক জোয়ারের স্রোত
দিবো আমি রুখে; 
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
রাখবো তোমায় বুকে?

সব কিছু আজ স্বপ্নের মতো 
লাগছে আমার কাছে;
সত্যিই কি আমার হয়ে
থাকবে অমনি পাশে? 

তোমার সুখে বাঁচবো আমি 
মরবো তোমার দুঃখে;
এই হৃদয়টা তোমায় দিলাম
রেখো যত্নে বুকে?
 
আজ, যা বলছো তুমি 
অনুরাগের সুরে;
চিরদিন কি? থাকবে এই সুর
তোমার হৃদয় জুড়ে? 

যতো দিন আছে প্রাণ 
এই দেহ মাঝে; 
ততো দিন তোমার গান 
গাইবো সকাল সাঁঝে?

সত্যি বলছো অমন করে
রাখবে তোমার মনে;
আমিও আজ কথা দিলাম
থাকবো তোমার সনে।

এসো তবে হাত ধরি 
চলি এক পথে;
শপথ নিই, জীবন- মরণ
থাকবো এক রথে। 
আসুক যতো ঝড় বাঁধা 
ভাঙ্গবো প্রেমের সুরে;
গাইবো গান ভালোবাসার 
যাইবোনা আর দূরে।            
            
1324 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.