এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 12:43

গল্পের ঝুড়ি

লিখেছেন
লেখায় ভোট দিন
(6 টি ভোট)
                মৃধু বাতাস বইছে হালকা শীতের আমেজ,
গায়ের মোড়ানো চাদরটাকে ভাল করে আটকিয়ে নিলাম।
রাতের আকাশে চাঁদ উঠেছে,
কতই সুন্দর দেখতে।

চাঁদের আলোতে দিঘির জল যেনো ঝলমলে,
শাপলা ফুলগুলো দেখতে ভারি সুন্দর দেখাচ্ছে।
সাথে চলছে হুতুম পেঁচার ডাক,
একটু ভয় ভয় লেগেছিল।

ছোটবেলা শুনেছি দাদির কাছে
রাতের আঁধারে হায়েনাদের আনাগোনা চলে,
নির্জন কাউকে পেলে নিয়ে যায়।
আজ কত বড় হয়েছি এখন বুঝি সব
তারপরেও ভয় ভয় অনুভূতি।

মনে পড়ে যায় দাদীর সাথে তার জন্যে
কত করেছিলাম আকুতি,
আমার পাশে থাকার জন্যে।
বাহিরে আসলে ডেকে নিয়ে আসতাম
যদি আবার হায়েনারা আসে সে ভয়ে।

আজ হয়েছে কত কিছু
বাহিরে তাকালে বাতি আর বাতি
রাতকে মনে হয়না রাত।
কোথায় গেলো সেই হায়েনার ডাক আজ কোথায় গেলো?

মাঝে মাঝে দাদীর সাথে বসে মজা করি,
দাদী তোমার বাহিরে যাওয়া চলবে না
হায়েনাদের আনাগোনা চলছে।
কথা শুনে দাদী মুচকি হেসে বলে
এখন আর সেই দিন কি আছে?

উত্তরে বললাম সত্য দাদী
তাই তো দেখি না তোমার বাহাদুরি
কতই করেছিলে আমার সাথে।
1261 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 16:46
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য