বৃহষ্পতিবার, 21 জুলাই 2016 22:37

বিষণ্নতা কাটবেই

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বিষণ্ন ঘোর কেটে যাবে একদিন-
তাঁবু ঘেরা ধাতব রোদ খূটে খাবে চিল, 
পৈতৃক রোদ খেলবে বেদেনির ঠোঁটেই
বিষণ্নতা কাটবেই-
.
দরদমাখা সাঁখের সুর আজ 
বেমানান কোকিলের কণ্ঠে,
চৈত্রের দানায় কূলুপ এঁটে 
ভিনদেশী একগুচ্ছ রোদ ঘামে,
দূপুরের বাহুতে সহ্যের রেশ নেই
বিষণ্নতা কাটবেই -
.
পাষাণ আর পাথরে মিলমিশ দেখে
চুম্বনের দাগ ভুলে যাই
কি সব দুঃখ দুঃখ ভাব -সাইক্লিক এসিডে 
ঘুঞ্জি মন বিভাজন হচ্ছে ঠোঁটেই 
বিষণ্নতা কাটবেই -
.
জ্যামিতিক প্রশ্নে আঁকিয়েছি প্রৌঢ়,
এখন অনুশোচনায় কষ্ট করি পাঠ
ভিন্ন ভিন্ন অাঁধার অবিশ্বাসে ঢেকে
কিঞ্চিত বিচ্ছেদ থাকবেই 
বিষণ্নতা কাটবেই -
.
লেখাঃ১৫/৭/১৬ইং            
            
900 বার পড়া হয়েছে
শেয়ার করুন

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক FhZiGK বুধবার, 05 জুলাই 2023 19:15 লিখেছেন FhZiGK

    I will keep good positive thoughts for each of you that your hair, eyebrows and eyelashes will return at a fast pace after you finish chemo natural alternative to viagra Just keep in mind that 3 IU is equal to 1 mg

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.