শনিবার, 06 আগষ্ট 2016 14:49

বিলাস দ্বন্দ্বে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #বিলাস_দ্বন্দ্বে
 - মণি জুয়েল

প্রতিটিক্ষণ নিজেকে একা মনেহয় 
একাকিত্বের ব্যথা বুকে চেপে একা দাঁড়িয়ে থাকি।
দুরে ওই নীল আকাশে কপোত ভেসে যায়, 
গাঙচিল দুটো পার হয়ে যায় ওপার,
ভেসে ভেসে নদীর বুকে । একাকী আমি দেখতেই থাকি।

ভোরের শিশির এখনও শুকিয়ে যায়নি
ভেজা ঘাসগুলো জীবন্ত এখনও প্রাণবন্ত মলমল ।
অষ্টপদের জালে কতগুলো দুইপদ জীবন!
পৃথিবী ছুটে চলেছে স্বর্গের খোঁজে। 
অযুতব্যথা বুকে মূক মুখে, একাকী আমি দেখতেই থাকি।

আমি জানি কপোত পেয়ে যাবে ঠিক জীবনের খোঁজ,
উপকূলে ভেসে যাবে ঠিকই জোড়া গাঙচিল
আর আমি! বন্দি,অষ্টপদ জালে, দশপথের বিলাস দ্বন্দ্বে।। 
                                 @মণি জুয়েল
04aug2016
    
    #মণি_জুয়েলের_অগোছালোভাবনা_থেকে            
            
688 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 06 আগষ্ট 2016 14:51
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug শুক্রবার, 03 নভেম্বর 2023 19:48 লিখেছেন exellamug

    levitra online pharmacy Two of the most commonly used SERMs are clomiphene and tamoxifen, which have more of an equal balance in estrogenic and antiestrogenic actions

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.