শনিবার, 20 আগষ্ট 2016 17:39

সেই রাতে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সেদিন রাতে উতলা মনে 
জেগেছিলাম চাঁদের সনে
হঠাৎ দেখি পাশের আচ্ছাদনে
সেই মেয়েটি ঘুরে আস্ফালনে। 

আধো রাত আধো চাঁদ 
জাগলো মনে প্রণয় সাধ
মনে হয় ভেঙ্গে বাঁধ 
তার হাতে রাখি হাত।

রাতে ফুটা অধরা ফুল
আমার চিনতে হয়নি ভুল
হৃদয়ে উঠলো কামনার দোল
বিঁধলো বুকে বিষের শূল।

কালো চিকুর কালো চোখ
সদ্য ফুটা অরণী মুখ
প্রেমের ঢেউয়ে কাঁপে বুক
জীবনে এলো একোন দুঃখ।

হাজার ফুলের অচেনা গন্ধে
যে ফুটলো হৃদয়ের রন্ধ্রে
তারে কি পাবো সানন্দে
নাকি সে থাকবে দম্ভে।

আবছা আলোয় চুপটি করে
ভাবছি যখন জ্যান্ত মরে
ঠিক তখনি স্বপ্ন ভরে
বসলো সে হাতটি ধরে।            
            
660 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay বৃহষ্পতিবার, 19 অক্টোবর 2023 07:07 লিখেছেন expalay

    Its effectiveness has been tested by dozens of clinical trials and the results are encouraging cialis online without prescription

  • মন্তব্যের লিঙ্ক wzFpAIxlB বুধবার, 02 আগষ্ট 2023 10:35 লিখেছেন wzFpAIxlB

    cialis on sale in usa Gerry Linette Description Despite recent treatment advances, metastatic melanoma remains an incurable malignancy with an expected survival of 12 to 14 months

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.