এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 20 আগষ্ট 2016 18:19

স্মৃতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্মৃতি তুমি একদিন
এসেছিলে যৌবন বসন্তে,
উল্টা পাল্টা করে নিয়মের হিসাব
এক ভাবনার কবিতা হয়ে।

আমি নবান্ন বাতাসের অনুভবে
ভালবাসার শিকল টেনে,
হিসাবে আনতে চাইলাম পূর্ণতা
তুমি দূর থেকে শাই দিলে 
শুরু হলো নির্ঘুম রাত্রির বুকে 
মাথা রাখার কাব্যিকতা,
অহেতুক সুখ ভূমিকায়
নিরেট সময়ের সাথে 
ছলনার ছক ছবি আঁকা। 

তুমি তখন সাজানো কারুকাজে 
প্রণয়ের পারফিউম ঢেলে,
রং বে রংয়ের স্বপ্ন বুনন করে
নকল অভিনয়ের পরিপূর্ণতা এটে
অনায়াসে দখল করলে হৃদয়ের মানচিত্রটা।

তারপর সময়ের প্রয়োজনে 
স্বার্থের দরজা খুলে,
ভালবাসা নামক শব্দটাকে মুছে 
আমার পৃথিবীর সুখ দেয়ালে
অন্ধকার হুড়কা এটে, 
মিশে গেলে অন্য জ্যোৎস্নায়।

কিন্তু আমিতো প্রত্যাশিত মনে
ভালবাসার পরিপূর্ণ সূত্রে, 
একটা বাস্তব অধ্যায় রচনা করে
থাকতে চেয়েছিলাম একই রথে।

আজ জীবন ক্যাম্পাসে
ভালবাসার পতঙ্গরা বড়ই ক্লান্ত,
চারি পাশের স্বার্থের দুর্ঘন্ধে
জীবনের সরস নিশ্বাস বন্ধ প্রায়।

এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে 
দুচোখের সীমানা জুড়ে
গড়ে তুলি সর্তক প্রাচীর।
বিকলাঙ্গ ভালবাসার 
স্বার্থপর বৃক্ষটি উপড়ে ফেলে
আবার রোপন করি
নামহীন গন্ধহীন অচেনা  এক বৃক্ষ।            
            
926 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 20 আগষ্ট 2016 18:22
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা