বৃহষ্পতিবার, 22 সেপ্টেম্বর 2016 11:16

কিছু পঙতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কিছু পঙতি

জীবন আছে, জীবনের বাঁক আছে
আছে জীবনের মোড়-
নিঃশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস আছে?
যদিও সেটা মাতৃক্রোড়।

সংখ্যা আছে, সংখ্যার ক্রমবৃদ্ধি আছে
আছে সংখ্যার গুণিতক
প্রেম আছে, ভালোবাসার রঙ আছে
কী ভীষণ মারাত্মক।

বুদ্ধি আছে, বিবেকের তাড়না আছে
বিবেক বুদ্ধি দিয়ে করো কাজ,
সাহস আছে, প্রতিবাদের সাহস আছে
দেখাও তোমার কারুকাজ।

সুন্দর আর সুন্দরের পূঁজারী তুমি
তুমিই সমাজের কিংবদন্তি
সুন্দর কাজে মুষ্ঠিবদ্ধ হাত বাড়াও
লিখো অযাচিত কিছু পঙতি।


বন্ধুদের কপোলে চুম্বন, করি আলিংগন।
পাগলের পাগলামি, অহেতুক মাতলামি।
শ্রীপুর, তারিখ-০১-০৮-২০১৬, সময়-৩ঃ১৪।            
            
508 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella শনিবার, 18 নভেম্বর 2023 19:48 লিখেছেন Unrella

    Benazeprilat, the active metabolite of benazepril, is a non sulfhydryl angiotensin converting enzyme inhibitor cialis tadalafil This was the first website I clicked on to find out about pain during ovulation and everything that was said was very helpful and easy to understand and for that I am VERY HAPPY thank- you

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.