বৃহষ্পতিবার, 22 সেপ্টেম্বর 2016 11:18

জঙ্গিবাদ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জঙ্গিবাদ

জঙ্গিবাদের ভঙ্গি দেখলে
ভীষণ রকম হাসি পায়-
অপকর্মে মরলে পড়ে
তারা নাকি বেহেস্ত পায়।

জঙ্গি খাতায় নাম লেখালে
মগজটাকে করে ধোলাই
মানুষ মারা এসব ছাড়া
আর কোনো যে কাজ নাই।

জঙ্গি বাজের গড ফাদাররা
কার ইশারায় করছে কাজ
অর্থ কড়ি জোগায় কারা
তাদের কেনো নেইকো লাজ।

জঙ্গি বাজের মূল আস্তানা
খুঁজে দেখো কোন জায়গায়
উপড়ে ফেলো সেই আস্তানা
চলছে যাদের চোখ ইশারায়।

পাঁচ দশটা জঙ্গি মারলে
হবে না যে মূল উৎপাটন
অর্থ কড়ি জোগায় যারা
দেশ থেকে দাও নির্বাসন।

এনা হলে জঙ্গি মারার
ভঙ্গি ধরার কাম নেই-
ফাটুস ফুটুস যতই করো
এগুলোর আর দাম নেই।

দৃঢ় প্রত্যয়ে আত্ম-বিশ্বাসে
কাজ করো হয়ে বলিয়ান
তাবৎ বিশ্ব হবে না নিঃস্ব
হবে গড়িয়ান স্ব-স্ব মহিয়ান।

১৬-০৮-২০১৬ ইং, শ্রীপুর।            
            
587 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক BglgnE বুধবার, 02 আগষ্ট 2023 00:39 লিখেছেন BglgnE

    Samantha wErjcHjYzGNvNZ 6 18 2022 buy cheap cialis discount online In the Lugano classification, bulk ln Hodgkin lymphoma is defined as a mass greater than one third of the thoracic diameter on CT of the chest or a mass 10 cm

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.