রবিবার, 25 সেপ্টেম্বর 2016 13:53

বিজয়ের গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বিজয়ের গান

ষোল কোটি বাঙালীর
আমরা সূর্য সৈনিক
আমাদের বিজয়ের গান
সুখে-দুঃখে কাঁদে আমাদের
ব্যাকুল ব্যথিত প্রাণ।

আমরা সৈনিক নিয়েছি
কঠোর প্রশিক্ষণ
ক্ষিপ্ত পদে রুখে যাই
বিদেশী আগ্রাসন।
বাংলার মাটিতে মিশে আছে
আমাদের প্রাণ।

আমরা দুর্জয় সেনানী
সবুজ বনানীর বেশে
দীপ্ত হাত বাড়াই
ঘূর্ণি জলোচ্ছ্বাসে
দুঃখী মানুষের সেবা
আমাদের শ্লোগান।            
            
532 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক HdLVAov বৃহষ্পতিবার, 03 আগষ্ট 2023 09:36 লিখেছেন HdLVAov

    The last was cyclized to ethyl 1 cyclopropyl 6, 7 difluoro 1, 4 dihydro 8 methoxy 4 oxo 3 quinolinecarboxylate 31 compare viagra to cialis and levitra Suitable water swellable hydrophilic polymers as osmotic agents include, but are not limited to, hydrophilic vinyl and acrylic polymers, polysaccharides such as calcium alginate, polyethylene oxide PEO, polyethylene glycol PEG, polypropylene glycol PPG, poly 2 hydroxyethyl methacrylate, poly acrylic acid, poly methacrylic acid, polyvinylpyrrolidone PVP, crosslinked PVP, polyvinyl alcohol PVA, PVA PVP copolymers, PVA PVP copolymers with hydrophobic monomers such as methyl methacrylate and vinyl acetate, hydrophilic polyurethanes containing large PEO blocks, sodium croscarmellose, carrageenan, hydroxyethyl cellulose HEC, hydroxypropyl cellulose HPC, hydroxypropyl methyl cellulose HPMC, carboxymethyl cellulose CMC and carboxyethyl, cellulose CEC, sodium alginate, polycarbophil, gelatin, xanthan gum, and sodium starch glycolate

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.