সোমবার, 03 অক্টোবর 2016 00:11

মানুষগুলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #মানুষগুলো

স্বঘোষিত মানুষগুলো এখন দেখি 
মাটি খড় ইত্যাদির গান করছে
আমিও দেখেছি । 
ও পাড়ার সেফালি মায়ের ঘরে মা হতে এসে মারা গেলো!
মানুষগুলো তখন বাদ্যে মশগুল। 
আগমনের আগেই থেমে গেলো দুই পা দুই হাত
সব মিলিয়ে চারটে হাত, চারটে পা.. 
আশার আসা হলো না আর! 
মা, আমায় এই দুই হাতে দুই পায়ের পুজা করতে দিও 
আমি ওই মানুষ হতে চাই না, কোরো না...
পারো যদি তুমি দুই'হাত মানুষের করো পুজারী ।
কি জানি কার্ত্তিক ছিলো কি না! 
হয়তো সরস্বতী ছিলো! 
যাক গে মানুষগুলো গান গায়ছিলো। ওদিকে শ্মশানের পথে বাতুল_মা থতমত পায়ে ! 
                                                - মণি জুয়েল
#অশুভ_শক্তির_বিনাশ_হোক (২-১০-১৬/ধুলিয়ান)            
            
561 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক AWmAKgoWc শনিবার, 15 জুলাই 2023 07:22 লিখেছেন AWmAKgoWc

    Pap testing among Vietnamese women health care system and physician factors finasteride 1 mg cheap buy 2 SE at 5 years and 16 9 1 4 at 10 years

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.