সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 01:30

চাই স্বাধীনতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

 

শোন হে শোন, আমারি কথা শোন 

তবুও বলি কিছু কথা , মানো নাই বা মানো । 

আমি যে বাঙালি! বাংলা আমার গালি !! 

সেটা তোমরা জানো ।   

আজ আমার গালি ফিরে এসেছে 

ছিটকে পড়েছে মুখে বালি । 

 

যে বাংলার জন্য আমি দিয়েছিলাম গালি ! 

আজ সে বাংলার বুকে চলছে দালালি । 

আমারি গালালি হয়েছে কি চোরা বালি ? 

 

আজ চলছে আমাদের মাঝে দন্দ 

মাঝে মাঝে বাতাসে ভেসে আসে 

মানুষ পোড়া গন্ধ । 

শেষ হবে নাকি এই দলাদলি ? 

তবে আমাদের কি হয়েছে পেয়ে স্বাধীনতা   

বলে সাধীন বাঙালি । 

 

যে বাংলার জন্য গড়েছে শহীদ মিনার,   

প্রবাসী দিয়েছিল তাঁর জমানো দিনার । 

আজ পড়ে আছে সেথায় শহীদের মিনার   

সামনে চলছে চোরা বালি । 

 

তবে কি আবার সেই শহীদের নাম মুছে 

আসবে নতুন শহীদের গাড়ি । 

দিতে হবে কি নতুন মিনার ?

 

শোনঐ শোনা যাচ্ছে শহীদের গালি   

তাঁরাই ছুঁড়ে মারছে আমাদের দিকে 

ধিক্কার চোরা বালি ,   

আমাদের কে ছাড়তে বলছে জুলুমের দালালি ।

1220 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.