সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 11:40

অন্তমিল

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                তোমার মতো 
আমার ভালে
একই কালো তিল,
 
তোমার সাথে
আমার আছে
কোথাও যেন মিল।
 
আকাশ তোমার
বুকটা জুড়ে
আলোর বিচ্ছুরণ,
 
নীলে ধোয়া
তোমার মনে
আমার সন্তরণ।
 
আমার সবুজ
পাতায় আছে
তোমার ক্লোরোফিল,
 
তোমার সাথে
আমার আছে
কোথাও যেন মিল।
 
দিনের প্রদীপ
সন্ধ্যা বেলায়
যেমন হয় বিলীন,
 
রাতের নিকোষ
অাঁধার যেমন
উষায় হয় মলিন,
 
তোমার আমার
মনের ঘাটে
তেমন অন্তমিল,
 
তোমার সাথে
আমার আছে
কোথাও যেন মিল।
2753 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 11:53
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

148 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.