বুধবার, 02 নভেম্বর 2016 13:01

শুধু ভালোবাসা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শুধু ভালোবাসা

ঐ দূর সীমানায়-
পৃথিবী ছুঁয়েছে আকাশ-
নির্ভরতায় এগিয়ে যাই সাগরের লোনাজল কেটে
অস্থির উত্তাল সমুদ্র বক্ষ টেউয়ের উন্মাদনা ঘেটে-
দু’জন ছিলাম পাশাপাশি বালুর ডিবির চরে
মুষ্ঠিবদ্ধ দু’টি হাত, কপোলে তিলক ছটা ঝরে-
বলেছিলে তোমায় ভালোবাসি-
কিছুই বলতে পারিনি, মৌনতায় কেটে গেলো
সারাটি বিকেল-
রৌদ্রের আঁচ ধীরে ধীরে ম্লান হয়ে এলো
ঘনিয়ে এলো বিষন্ন সন্ধ্যা-
মুষ্ঠিবদ্ধ হাত-গণ্ডে এঁকে দিলে চুম্বন-
আমি নির্বাক-
অস্ফুষ্ঠ কণ্ঠে বলে উঠলে-
আমি তোমায় ভালোবাসি
সান্ধ্য সমুদ্র মন্থন দেখা হলো না-
দেখা হলো না কোথায় ছুঁয়েছে পৃথিবী আকাশ
এলো চুলে হাতড়ে হাতড়ে
একেবারে নিথর হয়ে গিয়েছিলাম-
এ কেমন ভালোবাসা
ভেঙ্গে দেয় সীমানা, ভেঙ্গে দেয় প্রাচীর
এ এক অব্যক্ত ভালোবাসার অনুভূতি
চলো না আবার ফিরে যাই-
সেই সমুদ্র কূলে সমুদ্র কিনারায় চরে-
ছুঁয়ে দেবো চুল, এঁকে দেবো চুম্বন,
বসবো মুষ্ঠিবদ্ধ হাতে, দেবো বুকভরা ভালোবাসা-
শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা।

শ্রীপুর, ০২-১১-২০১৬, ১১ঃ৩২।            
            
509 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « কতকাল আর একটু সময় »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক GPsEIif সোমবার, 03 জুলাই 2023 09:07 লিখেছেন GPsEIif

    buying cialis generic Two vans displaying the messages have been driven around London boroughs with high rates of immigration since Monday as part of a Г‚ 10, 000 campaign due to last a fortnight

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.