এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 21:03

ডাকছে মোরে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কে যেন মোরে নাম ধরে ডাকে
   আয়রে বন্ধু আয় ,
একবার নয় ; শতবার নয়
   বেলায় অবেলায় ।।

শত সূরে ডাকে কতো দূর থেকে
   কত আকূতি তায় ,
কান্নার সূরে ডাকছে মোরে
   বাউলের বেহালায় ।।

নদীর কূলে ডাকছে মোরে
   উচু নীচু ঢেউ ,
ভাটিয়ালী সূরে ডাকছে শুনি
   মাঝি-মাল্লা কেউ ।।

পল্লবী তো ডাকছে সদা
   পল্লী গীতি গেয়ে ,
আর কত কাল থাকব ও গো
   তোমার পথ্‌ চেয়ে ।।

ডাকছে মোরে মুর্শিদী সুর
   ডাকছে জারি-সারি ,
দিনে দিনে হচ্ছে আওয়াজ
   ভারী , মহা ভারী ।।

806 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 21:08
শেয়ার করুন
আনামিয়া

সাহিত্যাকাশে নিভৃত স্বপ্নচারী মোঃ আনামিয়া সিলেট (সদর দক্ষিণ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছায়া সুশীতল সুনামপুর গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিফত আলী, মাতা আলহাজ্ব জয়তুন্নেছা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক; মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় এইচ, এস, সি এবং সিলেট সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় হতে বি, এ, পাস করেন। তাঁর প্রকাশিত উপন্যাস "মানিকের ভালোবাসা", "অচেনা প্রেম", "বিদেশী বউ" ও "বাদশার বাসর রাত" পঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটকের অঙ্গনেও চষে বেড়ান। সামাজিক সংগঠনে সম্পৃক্ত থাকার কারণে "প্রতিভা সমাজ কল্যাণ সমিতি" "প্রতিভা সাহিত্য সংসদ" এর সক্রিয় কর্মী এবং "সুনাম পুর অগ্রপথিক সমাজ কল্যাণ সমিতি'র" প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসি।

আনামিয়া এর সর্বশেষ লেখা

6 মন্তব্য