বুধবার, 16 নভেম্বর 2016 11:25

সোনার বাংলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সোনার বাংলা

যুগ এগিয়ে যুগের ধারায়
খেলছে নতুন খেলা-
মানুষে মানুষে বিভেদ বাঁধে
নানান রঙের মেলা।

ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে
ভাইকে করছে খুন-
দলে দলে দলাদলি করাই
এটাই তাদের গুণ।

আধুিনক জগতে মিথ্যা নিয়ে
চলে মিথ্যার বড়াই-
সভ্যতা আজ কোথায় হারিয়ে
কেনো তাদের ডরাই?

দেশ হতে দেশের বাইরেও
বেড়ে গেছে অসভ্যতা-
ভোট যুদ্ধে আমেরিকায় আজ
এটা কেমন দৈন্যতা।

সকল দেশের সেরা হয়েছে
আমার সোনার বাংলা-
সোনায় সোনায় ভরে এদেশ
হয়েছে সোনার বাংলা।

বিন্যাস: শব্দ-৪-৩, অক্ষর: ১১-৭।
শ্রীপুর, ১২-১১-২০১৬, ৮:৫০।            
            
494 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « Incest Love শহুরে জীবন »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug সোমবার, 30 অক্টোবর 2023 09:21 লিখেছেন exellamug

    viagra symptoms No snacking and not bad oils

  • মন্তব্যের লিঙ্ক riDspC শনিবার, 01 জুলাই 2023 09:22 লিখেছেন riDspC

    other uses for viagra To further understand the role of ОІ catenin in osteoarthritis OA development in temporomandibular joint TMJ, we have generated ОІ catenin conditional activation mice ОІ cat ex3 Agc1CreER by breeding Agc1 CreER mice with ОІ catenin flox ex3 mice

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.