মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 01:25

কিছু কথা আজো বাকি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                তোমাকে বলেছি অনেক কথা
তবুও বলার আছে কিছু বাকি।
তুমি কি শুনবে আমার কথা ?
কত করে ছিলাম ডাকাডাকি, তবুও চলে গেলে ।
বলে গেলেনা আমার আছে কতটুকু দোষ,
অনেক সয়েছি , আর কত সইতে হবে ?
আছে কি আর কিছু বাকি ?
যে তুমি থাকতে আমার মনের মধ্য খানে
আজ তুমি ঘর বেধেছ অন্যের প্রাণে ,
আমার দিকে তাকিয়ে তোমার হবে আর লাভ কি ।
তবুও পারিনা ভুলতে তোমায়,
মনেরি ভুলে বারে বারে ডাকি ।
জীবন তো একটাই, সেটা শুধু তোমাকে দিয়েছি
নেই আর কিছু বাকি ,
তোমাকেই শুধু করেছিলাম শেষ বিকেলের সাথী ।
আমার হয়তো একটু ভুল ছিল,
ভুলে করে ছিলাম অভিমান ।
তুমি তো পারতে বলতে, কেন চলে গেলে এভাবে ?
পথ ভোলা পথিকের মত করে অপমান ।
শুধু এটাই ছিল বাকি, আমি তো তোমায় ভালবাসি
তবে বল সামান্য ভুলে কেন চলে গেলে?
শুনলেনা তুমি করেছি কত ডাকাডাকি ।
850 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 11:33
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.