মঙ্গলবার, 22 নভেম্বর 2016 15:28

সেই আঁখি জল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সেই আঁখি জল

ধরায় এসেছি শূন্য মুষ্টিবদ্ধ হাতে
মা জননী অচৈতন্য
সব্বাই আমার আগমনে উৎফুল্ল
দাদা-দাদি নানা-নানি
নানা রকম মসকরায় ব্যস্ত
কেউ বলে নতুন নানা কেউ বলে নতুন দাদা,
এ বলে ওর মত, ও বলে তোর মত
আরও কত শত আজগুবি
গাঁজাখুরি শব্দ যোজনা
মায়ের কাতরানির আওয়াজ
ঢুকছে না কারো কানে...
জন্মের পরই ওয়াও ওয়াও...
সশব্দে কেঁদেছিলাম,
বোঝেনি কেউ আমার ভাষা
মায়ের ওষ্ঠাগত প্রাণ নিভু নিভু
প্রাণপণে জানানোর চেষ্টা করছি
অন্তহীন অপলক নেত্রে এদিক ওদিক
কোথা ছিলাম কোথা এলাম
বিস্তর ব্যবধান মনে হয়েছিলো
মায়ের গর্ভেই ভালো ছিলাম
অবাক পৃথিবী সবাক দৃষ্টে
কিছু বলতে চায়.....
আমিও পলকহীন নেত্র
আঁখি ছলছল.....
ঝরে অবিরল.....
আজো ঝরছে কেবল
সেই আঁখি জল।

শ্রীপুর, ১৯-১১-২০১৬, ৮:৪৫।            
            
536 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক GqRhqc শুক্রবার, 21 জুলাই 2023 13:36 লিখেছেন GqRhqc

    Other potential positive effects of the treatments are also being studied, along with subjective side effects and other adverse events pussycat female viagra Loop diuretics are not as effective as thiazide diuretics in lowering blood pressure in CKD Stages 1 3

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.