শনিবার, 26 নভেম্বর 2016 11:17

শুধু তোমার জন্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শুধু তোমার জন্য

স্তব্ধ হয়ে শুনি নৈঃশব্দ্যের গান
কর্ণপট বিদীর্ণ হয়ে ভেসে আসে
দূরে কোথাও রুনুঝুনু শব্দে
নূপুর বেজে ওঠে
ভয় পাই না, মৃদু পায়ে এগিয়ে যাই
জানতাম তুমি আসবে!
হঠাৎ সে আওয়াজ ক্ষীণ হয়
কার্নিশে হাত রেখে মাথা উঁচিয়ে
দেখলাম কোথাও কেউ নেই-
এমন তো হবার কথা ছিলো না;
মনে করেছিলাম রুনুঝুনু আওয়াজ
আমার শ্রুতি ভ্রম, মতিভ্রম
না তুমি এসেছিলে মিথ্যে নয়
এ সত্যটা আজো বুকের ভেতর মরু ঝড় তোলে
হঠাৎ দেখি তোমার অগোছালো ছুলগুলো
মহুয়ার ঘ্রাণ হয়ে আমার ইন্দ্রিয়কে স্পর্শ করলো
আলো আঁধরে তোমায় পাইনি
অনুভূতিকে মাড়িয়ে দ্রুত পদে
বিলীন হলে দূর কোনো অজানায়।
তোমার ছবি, প্রতিচ্ছবি হয়ে আজো
আমার মনের আকাশে মেঘের
ভেলা হয়ে ভেসে বেড়ায়;
বিস্মৃত মৃত স্মৃতিগুলো দূর অজানায়....
তবুও একাকী নৈশব্দের গান শুনি
শুধু মর্মস্পর্শী হৃদয় বিদারক গান...
শুধু তোমার জন্য            
            
572 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক OlxuMi শুক্রবার, 07 জুলাই 2023 19:26 লিখেছেন OlxuMi

    Clinical presentation includes headache, dizziness, neck stiffness, tinnitus, and visual disturbances like diplopia comparaison viagra en ligne levitra These animals developed less influx of granulocytes and lower levels of tumor necrosis factor О± than the wild type mice

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.