এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 27 নভেম্বর 2016 11:29

ক্ষতিগ্রস্ত জনতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বাড়লে ফলন দরের পতন
হয় না শাক ও সবজিতে,
নিয়ন্ত্রণও রইছে সেঁটে
দালাল ফড়ের কব্জিতে।

দামের কথা বললে বলে
দোকানি নিজ গরজে,
বে-পড়তা হয় কেনা-বেচায়
পরিবহন খরচে।

ডিজেলসহ জ্বালানি তেল
দাম কমেছে কয়েকবার,
পরিবহন ভাড়ার উপর
পড়ছে কি ভাই প্রভাব তার?

ভুক্তভোগী বেচারা সব
সংকিত ও ত্রস্ত,
কারণ, ঘুরে ফিরে এরাই
হচ্ছে ক্ষতিগ্রস্ত।            
            
3267 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 14:03
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য