বুধবার, 30 নভেম্বর 2016 23:06

পরতে হবে শৃঙ্খল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                পরতে হবে শৃঙ্খল

নো বেল অর্থাৎ কোনো জামিন নয়
বেল পাকিলেও ওটা শক্ত রয়___
দিনক্ষণ যতই এগোয় সামনে
নোবলের প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করে কিসের উপর___
কে কত বেশি মারতে পারে তেল
সেই সময়ের সিঁড়ি ভেঙে পায় নোবেল___
ড. ইউনুছ কিংবা অং সান সুচী
দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য
অন্য জন সামরিক জান্তার পদদলিত মানবতা
এটা শুধুই নিছক একটা খেলা
দাবার গুটি হয়ে যে জিততে পারে
দেশের মানুষ মরছে অনাহারে অর্ধাহারে___
অন্য দেশের মানুষ ভাসছে জলের সায়রে...
মরছে মানুষ গুলির আঘাতে সারিবদ্ধ লাশের পাহাড়
গলা কাটা অবোধ শিশু হুমড়ি খেয়ে পড়ে আছে মা...
মাও মৃত লাশ,
মৃত লাশ কি লাশের জন্য কাঁদে, কাঁদতে পারে___
অগণিত লাশের পাহাড়ে একটা লাশ আমি দেখতে চাই...
ঐ ইহুদী নাসারাদের একটা বিভৎস লাশ___
দেখবে হুংকার দিয়ে গর্জে উঠছে মানবতা....
হায়রে বিশ্ব বিবেক, কোথায় মৃতবৎসা মানবাধিকার সংস্থা...
জাতিসংঘ আজ কোথায়? কোথায় নির্লিপ্ত বিশ্ব পরিচালক মোড়ল...
তোমরা মোড়লের ভূমিকায় নামো ইজরাইলের একটি লোক মরলে
আমি ধিক্কার জানাই তোমাদের, তোমাদের মোড়লিপনার
হায়রে মুসলিম বিশ্ব কত মার খেলে তোমাদের বিবেক জাগবে, 
তোমরাই নষ্টের মূলে হরিদাস পাল
পালের আঘাতে পঙ্গপাল আজ নাস্তানাবুদ...
ইয়া মাবুদ তুমি বিশ্ব মানবতার বিবেক খুলে দাও
সোচ্চার হবার ক্ষমতা দাও মুসলিম বিশ্বের
কিছু করতে পারুক নাই পারুক, দোয়া করার ক্ষমতা দাও...
আসলেই কী আমরা মানুষ!
নাম লিখিয়েছি অমানুষের খাতায়
এখনই নেমে পরবো যুদ্ধের দামামায়...
আয়রে তোরা আয়...
আমার খালিদ বিন ওয়ালিদের দল, 
কোথায় ওমরের মত বলিষ্ঠ কণ্ঠ...
কোথায় আজ আলীর হুংকার...
তোমরা না এলে যোগ দাও মির্জাফরের দলে...
আমি তৈরী, আমি তৈরী মৃত্যুর জন্য...
গলা জড়িয়ে ধরে লাশের পাশে শুয়ে থাকবো
একটা মৃত লাশ হয়ে....
তোমরা পরো আবার 
দু'শ বছর গোলামীর শৃঙ্খল...
হয়তো আরো বেশি সময় 
পরতে হবে শৃঙ্খল...            
            
613 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.