বুধবার, 14 ডিসেম্বর 2016 15:57

জাগো মুসলিম

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জাগো মুসলিম-১

জীব হত্যা মহাপাপ, বলে গেছে সুচীর বাপ
আরাকানে রক্তের নদী, সুচী পেলো বাপের গদি।
গদি পেয়ে মুসলিম হত্যায় ওঠলো মেতে
বিশ্ব মুসলিম নিঃস্ব শোনে শুধু কান পেতে।

এদিকে সে নোবেল পেলো শান্তির জন্য...
নোবেল পেয়ে পদিতে বসে হয় অনন্য...
কার ইশারায় মুসলিম আজ পাঠার বলি...
কোলের শিশু ঝরছে যেনো ফুলের কলি।

সকাল বিকাল অগণিত লাশের সারি...
মানবতা কই লুকিয়ে কোথায় বাড়ি?
তারা কেনো কয় না কথা রইছে চুপ
কানের গোড়ায় ঢেলে দাও আতর ধুপ। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শ্রদ্ধাভাজন...
আসলেই কি তিনি সারা বিশ্বে সকলের আস্থাভাজন? 
দুঃখ লাগে কষ্ট লাগে মরে যখন আমার ভাই...
ইচ্ছা করে তাদের গালে সত্যিকারে জুতা পেটাই।

জাগো মুসলিস জেগে ওঠো মুসলমান...
মুসলিম চেতনার কই সে নওজোয়ান...
হাতে নাও খঞ্জর তুলে নাও তলোয়ার...
মুখে লও আল্লাহর নাম আল্লাহু আকবার...
মৃত্যু আসুক ভয় নাই ওরে ভয় নাই
তুমি মরে গেলেও তোমার ক্ষয় নাই
কই আজ যুদ্ধদেহী আরাকানী নওজোয়ান...
আল্লাহ আছে সাথে আমরা পাশে হও আগুয়ান...
মরতে হয় মরবে মাতৃভূমির জন্য মরো...
যদি না পারো তবে যেভাবে মরছো এভাবেই মরো।
কেউ পাশে না থাকলেও মহান আল্লাহ সহায়...
কেনো নিজেদের ভাবো এতো বড় অসহায়।

জাগিয়ে তোলো মুসলিম বিশ্ব জাগো মুসলমান,
দলিত মথিত পিষ্ট আর কতো সইবে অপমান...
জাগো মুসলিম জাগো আল্লাহু আকবার...
মুসলিম জাহান নারায়ে তাকবির আল্লাহু আকবার।            
            
643 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 17 ডিসেম্বর 2021 15:07
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক rRXHSESQ বৃহষ্পতিবার, 27 জুলাই 2023 22:19 লিখেছেন rRXHSESQ

    High MIC values for ENR were detected in all isolates, with MICs ranging from 4 to 32 Ојg mL can i buy cialis without a prescription Hence, the intervention rate was 70

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.