বৃহষ্পতিবার, 15 ডিসেম্বর 2016 12:44

ইচ্ছা-অনিচ্ছায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ইচ্ছা-অনিচ্ছায়

ইচ্ছা অনিচ্ছায় যা ঘটে
অঘটন ঘটে যায় অনিচ্ছায়
যেটি পূর্ব তা হয়ে যায় অপূর্ব
অপূর্ব অপূর্ণতা এসে যায়....
অনৈতিক কাজ নৈতিকতা পায়
অকর্মণ্য নেতার কবলে পরলে।

অহিংসায় জন্মে হিংসা-প্রতিহিংসা
রূপ নেয় অদম্য স্ফুলিঙ্ক
মৃত্যু হানা দেয় দ্বারে অমৃত হয়ে...
কিছু শব্দ জট পাকায়
নেতিবাচক কর্ম ও ধর্মে
উপলদ্ধি করি মনের অজান্তেই
অনিচ্ছায় হারাবো দূর অজানায়...
অনাদরে অবহেলায় সরে যাবো
অনাদি অনন্তকাল মরণের পর
ইচ্ছা-অনিচ্ছায়.....//////

অ একটি অক্ষর
অ একটি উপসর্গ
এ উপসর্গে যোগে শব্দ বিশেষ করে
না বোধক শব্দ তৈরি হয়।

শ্রীপুর, রাত: ১:১৫, ১৪-১২-২০১৬।            
            
624 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক OkILehs শনিবার, 15 জুলাই 2023 10:22 লিখেছেন OkILehs

    An alternative or complementary cellular mechanism that could account for these findings is additional effects at the SR how effective is propecia Hartman NW, et al

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.