রোজহাসরের মালিক যিঁনি, তিঁনি বড়ই মেহেরবান। আমার সৃষ্টিকর্তার সমতুল্য- আর হয়না কেহ। কত প্রাণী সৃষ্টি করলেন সাগর জলে, গহীনবনে বানর নাচাই গাছের ডালে। দিন কেটে যায় আনন্দে সবার- আহার সরূপ অন্যের দেহ। জগৎ বাসীকে দিলেন প্রভু একটি নামযে মা। সবখানে যে খুঁজেও তাঁহার পাইনা উপমা। সন্তানকে মায়ে না খেয়ে খাওয়াই- বুকেতে জড়িয়ে মায়ে দেয়রে স্নেহ। ফসলে ঢেউ খেলে হাওয়ারি তালেতালে, বাবুই পাখি গাহে গানে সেসুরে মন ভুলে। চাইনা মন ছাড়তে অপরূপ এই ভুবন- নিয়তির টানে প্রাণে মরণ সহে।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা

নুরুন্নবী জামশেদ
আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।
নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা
1 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 09 জুলাই 2017 22:26 লিখেছেন মোঃ নাজমুল কবির
দারুণ কবিতা দাদু ভাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.